গণমাধ্যমকে এবার জনগণের শত্রু বললেন ডোনাল্ড ট্রাম্প

গণমাধ্যমকে এবার জনগণের শত্রু বললেন ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

আবারও গণমাধ্যমের বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, গণমাধ্যম তার শত্রু নয়: যুক্তরাষ্ট্রের জনগণের শত্রু।

শুক্রবারের ওই টুইট বার্তায় ট্রাম্প গণমাধ্যমকে ‘ফেক মিডিয়া’ উল্লেখ করেছেন। টুইট বার্তায় তিনি ফেক মিডিয়া হিসেবে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করেছেন।

সেগুলো হলো, নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এবিসি, সিবিএস এবং সিএনএন। এর আগেও ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস-সহ একাধিক গণমাধ্যমের বিরুদ্ধে একপেশে সংবাদ পরিবেশের অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন: যুক্তরাষ্ট্রের বেশিরভাগ গণমাধ্যমই সাধারণ মানুষের কথা না বলে, বলে সুবিধাভোগীদের কথা। সাংবাদিক এবং গণমাধ্যম অনেক ক্ষেত্রেই ভুল তথ্য পরিবেশন করে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরপরই গণমাধ্যমকে বিরোধী দল হিসেবে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পরেও বিভিন্ন সময় গণমাধ্যমের সমালোচনায় সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।