পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করতে সম্মত দুই কোরিয়া

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করতে সম্মত দুই কোরিয়া

শেয়ার করুন

_103488431_4ce90fca-4cce-4d5c-8cc7-619f81a0c7d0বিশ্বসংবাদ ডেস্ক :

সুরক্ষিত ভবিষ্যতের জন্য পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই কোরিয়া।

ঐতিহাসিক এই সিদ্ধান্তের পাশাপাশি, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রধান মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ‘টংচ্যাং রি’ স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপন, কোরিয় যুদ্ধের সময় বিভক্ত হওয়া মানুষদের মধ্যে নিয়মিত পুনর্মিলনীর আয়োজন এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের পর একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন বলেন, ঐতিহাসিক এই চুক্তি কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে একটি অনন্য পদক্ষেপ।

খুব শিগগিরই দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কিম জং উন। সীমান্তে সামরিক উত্তেজনা নিরসনে দুই কোরিয়ার সামরিক বাহিনীর মধ্যে আরেকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।