চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল, জভেন্টাস, ম্যান ইউ, ম্যান সিটি

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল, জভেন্টাস, ম্যান ইউ, ম্যান সিটি

শেয়ার করুন

5512স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে পৃথক ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, জভেন্টাস, ম্যান ইউ ও ম্যান সিটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রিয়াল লড়বে রোমার বিপক্ষে, ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ জুভেন্টাস, ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিঁও এবং ম্যান ইউ খেলবে ইয়াং বয়েজের বিপক্ষে।

গত আসরে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ে অগ্রনী ভুমিকা পালন করেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে সর্বোচ্চ ১২ গোল করেন তিনি। তাই রোনালদোকে ছাড়া শিরোপা ধরে রাখা কতটা কঠিন এটা ভালো করেই জানেন রামোস। তাইতো রোনালদোর স্মৃতি পেছনে ফেলতে চান রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

গ্রুপ জি’তে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেএসকেএ মসকোভা, রোমা ও ভিক্টোরিয়া প্লেজেন। অপেক্ষাকৃত সহজ গ্রুপ, তাই রোমার বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করতে বদ্ধ পরিকর রিয়াল। বেল-বেনজেমাদের নিয়ে গড়া দলে ইনজুরি সমস্যা নেই। তাই রোমার চেয়ে এগিয়েই থাকবে রামোসরা।

এদিকে কঠিন গ্রুপে জুভেন্টাস ও ম্যাচেস্টার ইউনাইটেড। তবে আজ জুভেন্টাসের নতুন দিন, কেননা দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে প্রথম মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সহজ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

ইতালি লিগে রিয়াল ভুত তাড়াতে চার ম্যাচের অপেক্ষা।অবেশেষে ৩২০ মিনিট পর গোলের দেখা পয়েছেন রোনালদো। ভ্যালেন্সিয়ার বড় ভুমিকা রাখবেন প্রত্যাশা কোচের। স্বপ্ন পুরনের পথে আজকের ম্যাচে জয় নিয়ে একধাপ এগিয়ে যেতে চায় জুভেন্টাস।

অন্যম্যাচে ম্যান ইউ আতিথ্য নেবে সুইস ক্লাব ইয়াং বয়েজের। দলের সাম্প্রতিক পারমেন্সে হতাশ ম্যান ইউ কর্তৃপক্ষ। গুঞ্জন কোচের দায়িত্ব খোয়াতে পারেন হোসে মরিনহো।