সালমান শাহর ৪৭ তম জন্মদিন

সালমান শাহর ৪৭ তম জন্মদিন

শেয়ার করুন

Salman-Shah-LBNবিনোদন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ৪৭তম জন্মদিন আজ। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ।

টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু, তবে ৯০ দশকে চলচ্চিত্রে প্রথম আবির্ভাবেই অসম্ভব জনপ্রিয়তা পান। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘জনপ্রিয়তা’ আর ‘সালমান’ যেন সমার্থক হয়ে যায়। দ্রুতই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সিনেমার এক নম্বর নায়ক।

স্বল্পকালীন অভিনয় জীবনে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রায় সব ক’টিই ছিলো ব্যবসা সফল। ক্যারিয়ারের মাত্র চার বছরের মাথায় চিরবিদায় নেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। মুত্যুর দুই দশক পরও আজও সমান জনপ্রিয় সালমান শাহ।