কুষ্টিয়ায় ৩ নারী জঙ্গি আটক, আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

কুষ্টিয়ায় ৩ নারী জঙ্গি আটক, আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নব্য জেএমবির আমিরের স্ত্রীসহ ৩ নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় সুইসাইড ভেস্ট, পিস্তল ও বোমা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, রাত ৩টার দিকে কাউন্টার টেররিজমের একটি ইউনিট কুষ্টিয়ার ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় একজন নারী সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালালে পুলিশ সদস্যরা বিস্ফোরণ হওয়ার আগেই তাকে ধরে ফেলে। এরপর আরও দুজন নারীকে আটক করেন তারা। এ সময় জঙ্গি তিথি ও সুমাইয়ার শিশুসন্তান সঙ্গে ছিল।

পুলিশের দাবি জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গীরা বাড়িটি ভাড়া নেয়। আটককৃত তিনজন জঙ্গি মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত একজন মহিলা রয়েছে। বাড়ির আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।