নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা

নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন করে একটি দুর্নীতির মামলা করা হয়েছে।

পাশাপাশি ওয়ানএমডিবি সরকারি তহবিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাও এ মামলায় আসামির তালিকায় রয়েছেন। মামলায় দুজনের বিরুদ্ধে কয়েক লাখ ডলার সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলে ২০১৬ সালের নিরীক্ষা প্রতিবেদনে অনধিকার হস্তক্ষেপ করার দায়ে নাজিব রাজাক ও সাবেক এ কর্মকর্তাকে চলতি সপ্তাহে দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থার জেরার মুখোমুখি হতে হয়েছে।

২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকার সময়ে নাজিব রাজাক এ তহবিল গঠন করেন। এতে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ঋণের ঊর্ধ্বমুখিতার মধ্যে ওই নিরীক্ষা করা হয়েছিল। ওই নিরীক্ষা প্রতিবেদনে ওয়ানএমডিবি তহবিলের সব অনিয়ম থেকে নাজিব রাজাককে অব্যাহতি দেয়া হয়েছিল। তাকে অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগে তাতে সংশোধনী আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।