দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের বিচার শুরু

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের বিচার শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হের বিচার শুরু হয়েছে। সোমবার সকালে হাতকড়া পরা অবস্থায় তাকে দক্ষিণ কোরিয়র একটি আদালতে নেয়া হয়। এ সময় তাকে বিষন্ন ও মলিন দেখাচ্ছিল।

বিচারের শুরুতেই নিজের পক্ষে কথা বলার সুযোগ পান তিনি। তখন তার বিরুদ্ধে আনা ঘুষ, দুর্নীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন পার্ক গিউন হে। তার বিরুদ্ধে সব মিলিয়ে ১৮টি অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে গুরুতর হিসেবে ধরা হয়েছে দীর্ঘদিনের বন্ধু চোই সুন সিলের মাধ্যমে স্যামসাংসহ দেশটির বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে অর্থ নেয়ার মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা দেয়া। এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হবে তার।