নিজের দুর্নীতি তদন্তে আদালতে আবেদন করবেন প্রেসিডেন্ট নিজেই!

নিজের দুর্নীতি তদন্তে আদালতে আবেদন করবেন প্রেসিডেন্ট নিজেই!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমের। কিন্তু গত শনিবার তিনিই আদালতকে বলেছিলেন তাকে দায়মুক্তি দিতে।

মঙ্গলবার মিচেলের আইনজীবী জানান, প্রেসিডেন্টের ফাঁস হওয়া অডিও অন্তত ৭০ বারের বেশি সম্পাদন করা হয়েছে। যে অডিওর ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ওই অডিওতে দুর্নীতি ঢাকতে বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ এবং ঘুষ দেয়ার কথা বলেছেন তেমের।

তার আইনজীবী গুস্তাভো গুয়েদেস জানান, মামলা শুরু হলে প্রমাণ হিসেবে ওই অডিও টেপটি আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। প্রেসিডেন্টকে হেয় করতেই এসব অযৌক্তিক অভিযোগ বলে দাবি করেন তিনি। এদিকে, মিচেল তেমেরের পদত্যাগের দাবিতে ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।