দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে প্রেসিডেন্ট পার্ক গিউন-হে বরখাস্ত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এ ভোট শুরু হয়।

প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ার পর ৬০ দিনের মধ্যে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন করার নিয়ম অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বামপন্থী মুজেইনের কাছাকাছি প্রতিদ্বন্দী মধ্যপন্থী দলের আনকোসো।

নির্বাচন নিয়ে দক্ষিণ কোরিয়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে এ নির্বাচন নিয়ে ওয়াশিংটনেও উত্তেজনা বিরাজ করছে। এর আগে, ১০ মার্চ সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে ক্ষমতাচ্যুত হন।