মাদ্রিদ ওপেন থেকে শারাপোভার বিদায়

মাদ্রিদ ওপেন থেকে শারাপোভার বিদায়

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন মারিয়া শারাপোভা। কানাডার বুচার্ডের কাছে ২-১ সেটে হেরে যান শারাপোভা। এদিকে পুরুষ এককে জয় পেয়েছে জো উইলফ্রেড সোঙ্গা ও দিমিত্রভ।

গত এপ্রিলে বার্সেলোনা ওপেনে ওয়ার্ল্ড কার্ড পেয়ে ১৫ মাস পর খেলার সুযোগ পান মারিয়া শারাপোভা। তখন রাশিয়ান এই টেনিস তারকাকে বেইমান বলেছিলেন বুচার্ড। এরপর দু’জনের মধ্যে শাপে-নেউলে সম্পর্ক।

এর একমাসের মধ্যে মাদ্রিদ ওপেনে মুখোমুখি শারাপোভা ও বুচার্ড। স্বভাবতই ম্যাচ ঘিরে ছিল টান টান উত্তেজনা। তবে ম্যাচে শেষ পর্যন্ত বুচার্ডের কাছে হেরে যান শারাপোভা। পরাজয়ের ফলে ফ্রেঞ্চ ওপেনে খেলতে হলে আবারও ওয়াইর্ল্ড কার্ডের উপর নির্ভর করতে হচ্ছে রাশিয়ান গ্লামার গার্লকে।

এদিকে পুরুষ এককে ডেভিড ফেরারকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন টি সোঙ্গা। এবং দিমিত্রভের কাছে সরাসরি সেটে হেরেছেন ফিলিপ।