থাইল্যান্ডে আবারও বোমা হামলা, নিহত ১

থাইল্যান্ডে আবারও বোমা হামলা, নিহত ১

শেয়ার করুন

4800

বিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর পাত্তানির, একটি হোটেলের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।.

মঙ্গলবার রাতে পাত্তানির সাউদার্ন হোটেলের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পুলিশ বলছে, আহতরা সবাই থাইল্যান্ডেরই নাগরিক। এর কিছুক্ষণ আগে ওই হোটেলের পেছনের কার পার্কিংয়ে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে।

ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে দুই সপ্তাহের ব্যবধানে আবারো বোমা হামলা চালানো হলো। এর আগে দক্ষিণাঞ্চলের তিনটি পর্যটন শহরে চালানো সিরিজ বোমা হামলায় ৪ জন নিহত হয়েছিলেন।

ওই ঘটনার রহস্য এখনও উদঘাটন হয়নি। তবে সিরিজ হামলার সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছেন থাই প্রতিরক্ষামন্ত্রী প্রয়ীত ওয়াংশুয়ান।