শোলাকিয়ায় হামলা: আনোয়ারের পাঁচ দিনের রিমান্ড

শোলাকিয়ায় হামলা: আনোয়ারের পাঁচ দিনের রিমান্ড

শেয়ার করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার আনোয়ার হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছন আদালত।

শোলাকিয়ায় জঙ্গি হামলাবুধবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আঃ ছালাম খান গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ তদন্ত  পরিদর্শক মো. মুর্শেদ জামান আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে শোলাকিয়া হামলার নিহত জঙ্গি আবীর ও গুলশান হামলায় জড়িত জঙ্গিরা ভাড়া ছিলো।