পর্দা নামলো কানের, স্বর্ণপাম জিতলো ‘দ্য স্কয়ার’

পর্দা নামলো কানের, স্বর্ণপাম জিতলো ‘দ্য স্কয়ার’

শেয়ার করুন

_96252199_square_reutersএটিএন টাইমস ডেস্ক

যে ছবিকে কেউ গোনাতেই ধরেনি, সেই ‘দ্য স্কয়ার’ জিতে নিলো স্বর্ণপাম। এর সুবাদে সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে উঠলো কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ এই পুরস্কার।

রোববার প্যারিসের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ ঘোষণা দেয়া হয়। এখানে পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

_96253285_ruben-afpgetty.gifঅনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জোয়াক্যু ফিনিক্স। মার্কিন লেখক জোনাথন অ্যামসের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’-এর জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ছবিটির পরিচালক লিন রামসে। অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন কানের ৭০তম বার্ষিকী পুরস্কার। তার অভিনীত ছবি ‘দ্য বিগাইল্ড’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন মার্কিন নারী নির্মাতা সোফিয়া কপোলা।

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির স্বর্ণপাম জিতেছে কিয়াই ইউ ইয়াং পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির চীনা ছবি ‘অ্যা জেন্টেল নাইট’।