তিন মাসেই ৫শ অভিবাসন প্রত্যাশী ভুমধ্যসাগরে ডুবে প্রাণ হারিয়েছে

তিন মাসেই ৫শ অভিবাসন প্রত্যাশী ভুমধ্যসাগরে ডুবে প্রাণ হারিয়েছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২০১৭ সালের তিন মাসেই এ পর্যন্ত ৫শ ২৫ জন অভিবাসন প্রত্যাশী ভুমধ্যসাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। পহেলা জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সময়ে এসব ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম। অথচ ২০১৬ সালে এই প্রাণহানির সংখ্যা ছিল ৪শ ৭১।

এদের সবাই লিবিয়া থেকে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী হতে চেয়েছিলেন। মাত্র কয়েক সপ্তাহে, এত প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন সংস্থাটি। তাদের আহবান, মানবপাচার বন্ধ করতে পারলে এই সংখ্যা অনেক কমে আসবে।

এছাড়া সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকমো জানান, লিবিয়া থেকে সাগরপথে যারা অভিবাসী হয়েছেন বা হতে চাইছেন, তাদের বেশিরভাগই গিনি, নাইজেরিয়া, আইভোরিকোস্ট এবং বাংলাদেশের নাগরিক।