গার্হস্থ্য অর্থনীতি কলেজের ঢাবির ইনস্টিটিউট হওয়ার প্রয়োজন নেই : অধ্যক্ষ

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ঢাবির ইনস্টিটিউট হওয়ার প্রয়োজন নেই : অধ্যক্ষ

শেয়ার করুন

17264178_1924985414397833_6608756222020993776_nনিজস্ব প্রতিবেদক :

উন্নয়নের জন্য গার্হস্থ্য অর্থনীতি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হওয়ার প্রয়োজন নেই। এ কথা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া।

বুধবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হবে কি না- তা নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর।

17309162_555335114667047_5384483868202202567_nপরে তার বক্তব্যের প্রতিবাদ জানান ছাত্রীরা। বলেন, অনেক দিন ধরে কলেজের কোনো উন্নয়ন না হওয়ায় তাদের কাছে অধ্যক্ষের বক্তব্য গ্রহণযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে, তৃতীয় দিনের মতো আজও রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।