ট্রাম্প পাগলা কুকুর: উত্তর কোরিয়া

ট্রাম্প পাগলা কুকুর: উত্তর কোরিয়া

শেয়ার করুন

fed3e4e194a94fdf9346f904b9b25255_18বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলা কুকুর’ বলে সম্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে বিরূপ মন্তব্যের জবাবে উত্তর কোরিয়া এই বিষোদগার করলো।

বুধবার পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র ট্রাম্পকে উদ্যেশ্য করে বলেন, তারা পাগলা কুকুরের কথার পরোয়া করেননা। ইতোমধ্যেই ট্রাম্প যথেষ্ট হুমকি দিয়েছে কিন্তু উত্তর কোরিয়া এতে মোটেই ভীত নয় বলে তারা জানান।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বুধবার সকালে দেয়া ভাষণে কিম জং উনকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,যুক্তরাষ্ট্রকে তিরস্কার করে উত্তর কোরিয়ার কোন মন্তব্য সহ্য করা হবেনা। যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ করলে তার জন্য উত্তর কোরিয়াকে ভয়াবহ মূল্য দিতে হবে বলে তিনি সর্তক করে দেন।