নাইকোর সঙ্গে চুক্তি: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি ৭ ডিসেম্বর

নাইকোর সঙ্গে চুক্তি: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি ৭ ডিসেম্বর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাপেক্স ও পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে শুনানি ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত ২৪ আগস্ট বাপেক্সের ও পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে ঐ দুই চুক্তির অধীনে সব সম্পত্তি, নাইকোর বাংলাদেশের সম্পত্তি ও বক্ল-৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেন আদালত।

নাইকোর সঙ্গে করা দুইটি চুক্তি চ্যালেঞ্জ করে জনস্বার্থে ২০১৬ সালে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম একটি রিট আবেদন করেন। যাতে বলা হয়, ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স ও পেট্রোবাংলার চুক্তি দুর্নীতির মাধ্যমে হয়েছে।