ট্রাম্পের মন্ত্রীসভায় দুই নারী সদস্যের নাম ঘোষণা

ট্রাম্পের মন্ত্রীসভায় দুই নারী সদস্যের নাম ঘোষণা

শেয়ার করুন

_92632579_trumpdevosreu

এটিএন টাইমস ডেস্ক :

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রীসভায় এই প্রথম ২ জন নারী সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানায়, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালি এবং শিক্ষা সচিব হিসেবে বেতসে মিশিগানের রাজনীতিবিদ বেতসি ডেভোসকে ট্রাম্প প্রশাসনের নিয়োগ পেতে যাচ্ছেন। তবে, এই দুইজনেরই মনোনয়ন চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।_92632583_haleyapমিসেস হেলি সাউথ ক্যারোলাইনার প্রথম নারী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্য থেকে আসা গভর্নর। নিয়োগ ঘোষণা করে মিসেস হেলি সম্পর্কে মি. ট্রাম্প বলেছেন, মানুষকে একত্রিত করার সামর্থ্য তার আছে, যা তিনি অতীতেও প্রমাণ করেছেন। যদিও ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের সমালোচনা করে ওই আচরণকে বলেছিলেন অ-আমেরিকান সুলভ আচরণ। অন্যদিকে ডেভোস ডোনাল্ড ট্রাম্পকে অনধিকার প্রবেশকারী ব্যক্তি বলে আক্রমণ করেছিলেন।