নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮ টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮ টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

শেয়ার করুন

%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%beনিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি কোষ্টগার্ড ও পুলিশ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮ টি নৌকা ও উখিয়া সীমান্ত থেকে ১০৭ জন কে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ৮টি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের আটকানো হয়। পরে সকাল ১০টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে নৌকাগুলো মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়।

অপরদিকে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকালে উখিয়ার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টার সময় ১০৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তার মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ নারী ও ৪৮ জন শিশু।