এরশাদের দুর্নীতি মামলা ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

এরশাদের দুর্নীতি মামলা ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার কেনা সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারিক কার্যক্রম আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট এই মামলায় বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ারও আদেশ দিয়েছেন।

মামলাটিতে যুক্তিতর্কের পরিবর্তে ফের সাক্ষ্য নিতে দুর্নীতি দমন কমিশনের আবেদনের ওপর বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা এ মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার আবেদন গত ৮ নভেম্বর জজ আদালত খারিজ করে দিলে দুদক হাইকোর্টে আসে। ১৯৯২ সালের ৪ মে দুর্নীতি দমন ব্যুরো সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।