টেক্সাসে আঘাত হেনেছে হারিকেন হার্ভে, ব্যাপক ক্ষয়ক্ষতি

টেক্সাসে আঘাত হেনেছে হারিকেন হার্ভে, ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হার্ভে। ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী।

এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাসের উপকূলে আঘাত হানে। দেশটির জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে জানায়, হারিকেন হার্ভের বাতাসের গতিবেগ ঘন্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে।

প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে। উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।