উত্তর কোরিয়ার আবারও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়ার আবারও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শেয়ার করুন

_97416188_mediaitem97416187বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়া আবারও তিনটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার গাংওন প্রদেশ থেকে নিক্ষেপ করা মিসাইলগুলো ২৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

গত মাসে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর গুয়ামে মার্কিন ঘাটিতে মিসাইল হামলার ‍হুমকি দিয়েছিলো। তবে সাম্প্রতিক এই পরীক্ষায় তেমন কোনও হুমকি দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রকে নিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব হিসেবে এই পরীক্ষা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই মহড়ায় দুই দেশের কয়েক হাজার সেনাসদস্য অংশ নিয়েছেন। মার্কিন প্রশান্ত মহাসাগরিয় কমান্ডের অধিনায়ক, ডেভ বেনহাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ব্যর্থ হয়। আর দ্বিতীয় মিসাইলটিও প্রায় উড্ডয়নের সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, ৩০ মিনিট সময়ের ব্যবধানে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে।