সহিংসতার পর সীমান্তের দিকে পালাচ্ছে রোহিঙ্গারা

সহিংসতার পর সীমান্তের দিকে পালাচ্ছে রোহিঙ্গারা

শেয়ার করুন

a6777e08e5f34423c482c69b763aaf84-599fb761d1bce-696x464বিশ্বসংবাদ ডেস্ক:

রাখাইনে সহিংসতার পর লোকজন বাড়িঘর ছেড়ে সীমান্তের দিকে পালিয়ে আসছেন।  মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির দপ্তর জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা ১২। অন্য ৭৭ জনকে ‘জঙ্গি’ বলে দাবি করা হয়েছে।

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে হামলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গতকালই ১৪৬ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

এর আগে গত বছরের অক্টোবরে রাখাইনের সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার পর দেশটির সশস্ত্র বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে। ওই ঘটনার জের ধরে এ বছরের জুলাই পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সরকারি হিসাবে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে।