টানা বর্ষণে ভেসে গেছে মুম্বাই শহর

টানা বর্ষণে ভেসে গেছে মুম্বাই শহর

শেয়ার করুন

Capture
বিশ্বসংবাদ ডেস্ক :

গত তিনদিনের টানা বর্ষণে ভেসে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও দক্ষিণ মহারাষ্ট্র।

রোববারও বর্ষণ অব্যাহত রয়েছে। ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। ইতোমধ্যে মহারাষ্ট্রের থানে জেলায় দুজনের প্রাণহানি হয়েছে। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক পুরুষ এবং অতিবৃষ্টির মধ্যে সড়ক দুর্ঘটনায় আরেক নারীর মৃত্যু হয়।

অব্যাহত বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পানিতে ডুবে গেছে। বাতিল করা হয়েছে ৩০টির বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরিণ ফ্লাইট। এছাড়া মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত ট্রেন সূচিও বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই বৃষ্টিপাত আরো দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।