জার্মানির সামরিক ব্যারাকে নাৎসি নিদর্শন: দেশজুড়ে অনুসন্ধান

জার্মানির সামরিক ব্যারাকে নাৎসি নিদর্শন: দেশজুড়ে অনুসন্ধান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জার্মানিতে দুটি সামরিক ব্যারাকে হিটলারের নাৎসি আমলের নিদর্শন পাওয়ার পর দেশজুড়ে প্রতিটি ব্যারাকে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

জার্মানিকতে নাৎসি যুগের কোন প্রতীক প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ। ইলকার্শ নামে একটি ব্যারাকে সৈনিকদের কমনরুমে প্রকাশ্যে নাৎসি বাহিনীর স্মৃতিচিহ্ন প্রদর্শন করতে দেখা যায়। এই ছবি গণমাধ্যমে প্রকাশের পর হৈচৈ শুরু হয়।

দক্ষিণ পশ্চিম জার্মানির ফুয়েরস্টেনবার্গের আরেকটি ব্যারাকের দেয়ালে নাৎসি সেনাদের ছবি এবং ওই সময়ের পিস্তল দেখা যায়। জার্মান সেনাবাহিনীর ইন্সপেক্টর জেনারেল এ ব্যাপারে অনুসন্ধানের নির্দেশ দেন। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নাৎসি প্রতীক সেনা ব্যারাকে প্রদর্শনের এ ঘটনাকে বরদাস্ত করা হবে না।

পরে অবশ্য এ মন্তব্য নিয়ে তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বিরূপ সমালোচনা করলে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন।