ইন্টারনেট ব্যবহারে আরও কড়াকড়ি আসছে চীনে

ইন্টারনেট ব্যবহারে আরও কড়াকড়ি আসছে চীনে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইন্টারনেট ব্যবহারের ওপর চীন আরও বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে। রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অনলাইনের বিভিন্ন সার্চ ইঞ্জিন এবং নিউজ পোর্টালের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখতে চায়।

চীনে জনপ্রিয় বিদেশি ওয়েবসাইট গুগল-ফেসবুক এর মধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল এবং ইন্টারনেট সংযোগ-দাতাদের জন্য বেইজিংয়ের কর্তৃপক্ষ গত সপ্তাহে এ ব্যাপারে কঠোর বিধিমালা জারি করেছে।

দেশটির নিরাপত্তার জন্য সাইবার সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে চীন। এ ক্ষেত্রে অনলাইনে খবর প্রকাশের কাজে নিযুক্ত ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণের জন্য এক পরিকল্পনা গ্রহন করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সংস্থাটি বলছে, অনলাইনে গুজব, ক্ষতিকর তথ্য, ভুয়া খবর, বিকৃত খবর, ভুয়া সংবাদমাধ্যম এবং ভুয়া প্রতিবেদকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।