জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের কর্মক্ষেত্রে মৃত্যু

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের কর্মক্ষেত্রে মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন আকস্মিক ভাবে মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্মক্ষেত্রেই অসুস্থ্য হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি। আগামী মঙ্গলবার ৬৫তম জন্মদিন পালন করার কথা ছিল ভিতালি চুরকিনের। ২০০৬ সাল থেকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রুশ পররাষ্ট্রনীতির পক্ষে জাতিসংঘে যথাযথ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

বিশেষ করে সিরিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার পক্ষে জাতিসংঘে অন্যান্য পক্ষগুলোর সঙ্গে একরকম লড়াই করতে হয়েছে তাকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন চুরকিন। এর আগে কানাডা, বেলজিয়ামসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।