চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলেন হিলারি

চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলেন হিলারি

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম থামাতে না পারলে, চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

২০১৩ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সংস্থা গোল্ডম্যান স্যাকসে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছিলেন হিলারি ক্লিনটন। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরই তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।

হিলারির নির্বাচনী প্রচার শিবিরের চেয়ারম‌্যান জন পডেস্টার ব‌্যক্তিগত ইমেইল ফাঁসের পর সেখানে হিলারির এমন বক্তব্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনো কথা বলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ফাঁস হওয়া ইমেইলে দেখা গেছে, হিলারি তখন বলেছিলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রনে চীনকে এগিয়ে আসতে হবে। তা না করতে পারলে চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে। সাবেক এ মার্কিন ফার্স্ট লেডি আরও বলেন, চীনের সামরিক বাহিনী শক্তিশালী হচ্ছে। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।