আইএস নির্মূলে দাবিক শহরমুখী তুর্কি সেনাবাহিনী

আইএস নির্মূলে দাবিক শহরমুখী তুর্কি সেনাবাহিনী

শেয়ার করুন

army-7592বিশ্ব সংবাদ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএসের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় দাবিক শহরের দিকে এগোচ্ছে তুর্কি সেনাবাহিনী।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একথা জানিয়েছেন। তুর্কি সেনাবাহিনীকে সহায়তা করছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা।  শনিবার কৃষ্ণসাগর সংলগ্ন রাইজ শহরে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ৫ হাজার কিলোমিটার এলাকা আইএস মুক্ত করতে তাদের সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। তারা জারাবলুস এবং আল রাই এলাকা দখল করেছে। এখন দাবিক দখল করতে পারলে আইএস আরো কোণঠাসা হয়ে পড়বে।

সিরিয়ান বিদ্রোহীদের নেতা আব্দুল রাজ্জাক ফ্রেজি জানান, দাবিকে বোমা বর্ষণ শুরু হয়েছে। আইএসও পাল্টা জবাব দিচ্ছে। তবে তাদের যেকোনো মূল্যে পরাজিত করতে লড়াই করব আমরা। গত বৃহস্পতিবার সিরিয়া সীমান্তের কাছে তুর্কি সেনাবাহিনীর ওপর আইএসের হামলায় ১৪ সেনা নিহত হয়। এরপরই আইএস নির্মূলে অভিযান জোরদার করে তুরস্ক।