ত্রাণ লুটে নিল হাইতি বাসিন্দারা

ত্রাণ লুটে নিল হাইতি বাসিন্দারা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি থেকে ত্রান লুট করেছে শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড হাইতির মানুষ।

ত্রাণবহরের ওপর হামলার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনেকেই ত্রাণ নিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরইমধ্যে হাইতি সফর করছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। লে কায়ে শহরে তিনি নিজেই লুটের ঘটনা দেখেছেন।

হাইতিকে তিনি আরও বেশি ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, জরুরী সাহায্যের জন্য যারা অপেক্ষা করছে তাদের অধৈর্য এবং ক্ষুদ্ধ হওয়ার কারণ আমরা বুঝি। দ্রুত সাহায্য আনার জন্য আমরা যতটা সম্ভব করছি।

এরইমধ্যে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছে। মারা গেছে ৫০ জনের মতো মানুষ। সম্প্রতি হারিকেন ম্যাথুর আঘাতে হাইতির প্রায় ১ লাখ ২০ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।