চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

শেয়ার করুন

50cc33d280d734c881284aa5b6222c71162b0828_0বিশ্ব সংবাদ ডেস্ক:

উত্তর কোরিয়াকে সহযোগিতা করায় একটি চীনা কোম্পানি ও চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসে উত্তর কোরিয়া চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষার পর এ নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটলো। চীনা কোম্পানি ড্যানডং হং শিয়াং এর বিরুদ্ধে অভিযোগ, জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার একটি ব্যাংকের সঙ্গে লেনদেন করেছে তারা।

কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত করছে চীনা কর্তৃপক্ষ। এ বছর উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে চালিত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা করেছে। গত আগস্ট মাসে প্রায় ৩০০ মাইল বা ৫০০ কিলোমিটার চালানো হয়েছে যাকে পিয়ংইয়ং থেকে সাফল্য হিসেবে দাবি করা হয়।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, পিয়ংইয়ং সর্বকালের সর্বোচ্চ গতিশীল ব্যালিস্টিক মিসাইল চালনার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা পরীক্ষার জবাবে জাপান সমুদ্রে যৌথভাবে নিজেদের শক্তি জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।