ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক

ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্র । গত প্রায় সাত বছরে এমন ২৭০ বিদেশী পিস্তল ও রিভলবার সীমান্ত থেকে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এর বাইরেও কিছু বিস্ফোরক ও অস্ত্র ঢুকেছে দেশে, যা দিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দা কর্মকর্তারা।

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় রাজধানী ঢাকা ও দেশের নানা প্রান্ত থেকে আটক করছে বিদেশী পিস্তল, রিভলবার ও নানা ধরণের আগ্নেয়াস্ত্র । সেই সঙ্গে প্রায়ই জব্দ করা হয় বিভিন্ন ধরণের বিস্ফোরক দ্রব্যও।

এসব অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করে দেশের ভেতরেই নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর কথা সবারই জানা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের কাছে একে-২২সহ বিভিন্ন ক্ষুদ্রাস্ত্রও ছিল। যা উদ্ধার হয়েছে অপারেশন থান্ডারবোল্ট শেষে। এমনকি জঙ্গিদের হাতে থাকা অস্ত্র দেখেও বিষয়টি নজরে আসে গোয়েন্দাদের।