গর্ভপাত বিষয়ে আয়ারল্যান্ডে গণভোট

গর্ভপাত বিষয়ে আয়ারল্যান্ডে গণভোট

শেয়ার করুন

img_1527333368_liveblog-image
বিশ্বসংবাদ ডেস্ক :

কৃত্রিম গর্ভপাত বিষয়ে আয়োজিত গণভোটে অংশ নিলেন আয়ারলয়ান্ডের ভোটাররা।

শুক্রবার বিশাল সংখ্যক ভোটার দেশটির সংবিধানের অষ্টম সংশোধনী, যাতে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল- তা বাতিল করা হবে কী না- তা নির্ধারণে ভোট প্রদান করে।

আইরিশ টাইমস এর জন্য পরিচালিত বুথ ফেরত এক জরীপ মতে, বেশিরভাগ ভোটার ইউরোপের কঠিন গর্ভপাত আইনের উদারীকরনের পক্ষে ভোট দিয়েছেন। ফলে দেশটিতে গর্ভপাত বিষয়টি আইনের মাধ্যমে স্বীকৃতি পেতে যাচ্ছে।

জন্ম না নেওয়া শিশু যারা অজাত হিসেবে পরিচিত, তাদের প্রতি সমঅধিকার নিশ্চিত করতে, কৃত্রিম গর্ভপাত নিষিদ্ধ করে ওই সংশোধনীটি আনা হয়েছিল।