চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রাতে মুখোমুখি লিভারপুল-রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রাতে মুখোমুখি লিভারপুল-রিয়াল

শেয়ার করুন

champsস্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কিয়েভের এনএসসি অলিম্পিইস্কি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

সর্বোচ্চ ১৩ এবং টানা তৃতীয় শিরোপা ঘরে তুলার লক্ষ রিয়াল মাদ্রিদের সামনে। তাই ম্যাচ নিয়ে বেশি রোমাঞ্চিত লস ব্ল্যাঙ্কোসরা। শক্তিমত্তা ও কাগজে কলমে রিভারপুলের চেয়ে রিয়াল এগিয়ে। এছাড়া ফর্মে থাকা রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের উপস্থিতিই এই দলকে ফেবারিট করেছে।

তবে তাদের পাল্লা দিতে লিভারপুলেও আছে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানের মতো তারকারা। দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে দ্য রেডসরা।

পাঁচ শিরোপার মালিক তারা। এবার ষষ্ঠ শিরোপার মিশন ইউর্গেন ক্লপদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দু-দল। তবে শিরোপার মঞ্চে এ নিয়ে দ্বিতীয় সাক্ষাত দু-দলের। ১৯৮১ সালে লস ব্ল্যাঙ্কোসদের হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো লিভাপুল। আজ সেটাই প্রেরণা হতে পারে দ্যা রেডসদের।