কিম-ট্রাম্প বৈঠকের আগে ওয়াশিংটনে অ্যাবে

কিম-ট্রাম্প বৈঠকের আগে ওয়াশিংটনে অ্যাবে

শেয়ার করুন

_101912947_60e8ea2d-9748-4905-a8a9-89f804b1d162বিশ্বসংবাদ ডেস্ক :

কিম-ট্রাম্প বৈঠকের আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে বসবেন অ্যাবে। ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ট্রাম্প-কিম সম্মেলনের আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করার উদ্দেশ্যেই মূলত এই সফর।

জাপানের স্বার্থে আঘাত লাগতে পারে- এমন কোন চুক্তি যেন সই না হতে পারে, সেদিকেই তাকিয়ে আছে টোকিও। যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্যে টোকিও ছাড়ার আগে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় জাপানের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকে প্রাধান্য দেয়া হবে। এর পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে পারমাণবিক ইস্যুর অগ্রগতি, ক্ষেপণাস্ত্র এবং অপহরণ ইস্যু নিয়েও আলোচনা করবেন।