পোশাক খাতে বেড়েছে কর্পোরেট কর, রপ্তানি বাধাগ্রস্থ হওয়ার আশংকা

পোশাক খাতে বেড়েছে কর্পোরেট কর, রপ্তানি বাধাগ্রস্থ হওয়ার আশংকা

শেয়ার করুন

budget-5-1নিজস্ব প্রতিবেদক :

বেড়েছে তৈরী পোশাক খাতের করপোরেট কর। কমানো হয়নি উৎস কর। তাই প্রস্তাবিত বাজেট পাশ হলে বাড়বে উৎপাদন খরচ, বাধাগ্রস্থ হবে রপ্তানি- আশঙ্কা সংশ্লিষ্টদের।

বর্তমানে ৪ হাজারের বেশি তৈরি পোশাক কারখানায় কর্মসংস্থান ৪৪ লাখ মানুষের। রপ্তানির আয়ের ৮০ ভাগের বেশি আসে এই একটি খাত থেকে। তবে, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবারের বাজেটে করপোরেট কর ১০ শতাংশের নিচে নামিয়ে আনা, উৎসে কর বাতিলসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন এ খাতের ব্যবসায়ীরা।

তবে, আশাহত হলেন এ খাতের ব্যবসায়ীরা। উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতাদের কর হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১৫ শতাংশ। তাছাড়া, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ এবং সবুজ কারখানার জন্যে ১২ শতাংশ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী । উৎসে কর থাকছে আগের মতোই, দশমিক ৭০ শতাংশ।

কর হার বেড়ে যাওয়ায় বাড়বে উৎপাদন খরচ, বাধাগ্রস্থ হবে রপ্তানি। তাই বাজেটে প্রস্তাবিত এই কর হার কামিয়ে আনার দাবি ই বিজিএমইএর।