কিমের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়া যাচ্ছেন আসাদ

কিমের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়া যাচ্ছেন আসাদ

শেয়ার করুন

_101858898_047136884-1বিশ্বসংবাদ ডেস্ক :

কিম জং উন ক্ষমতা নেয়ার পর প্রথমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত মুন জং ন্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদের সঙ্গে দেখা করার জন্য কিম জং উনও, অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রোববার এক বিবৃতিতে বাশার আল আসাদ জানান, তিনি অনেক দিন ধরেই কিমের সঙ্গে সাক্ষাতের প্রস্ততি নিচ্ছেন। কিম জং উন তার লক্ষ্যে সফল হবেন এবং দুই কোরিয়ার মধ্যে বিবদমান সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করেন আসাদ।

সিরিয়ার ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুতের শুরু ১৯৭৩ সাল থেকে। সেবার আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার হয়ে লড়াই করতে ৫  শতাধিক সেনা, ট্যাংক, মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এছাড়া দুদেশের মধ্যে অস্ত্র বাণিজ্যও রয়েছে।