অধ্যক্ষকে মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

অধ্যক্ষকে মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

শেয়ার করুন

1522931742iচট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে কলেজ অধ্যক্ষকে মারধর ও চাঁদাবাজির মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগার পাঠানো হয়েছে। সোমবার দুপুরে মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গণি এ আদেশ দেন।

রনির আইনজীবী জানান, উচ্চ আদালত থেকে রনি এক মাসের জামিন নিয়েছিল। আইন অনুসারে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হয়। সোমবার রনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

গত ৩১ শে মার্চ অতিরিক্ত উন্নয়ন ফি নেয়ার অভিযোগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করে রনি। ঘটনার পর ৪ এপ্রিল রাতে চকবাজার থানায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ২০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা করেন অধ্যক্ষ।

এছাড়া এক কোচিং সেন্টারের পরিচালককে মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চান রনি। এরপর তাকে অব্যাহতির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।