কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন মধ্যপ্রাচ্যের চার দেশের

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন মধ্যপ্রাচ্যের চার দেশের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। দেশটির বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেয়াকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব। তাদের অনুসরণ করেই মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায়। সন্ত্রাস ও উগ্রবাদকে উস্কানি দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের ওই চারটি দেশ।

সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলেছে।