২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রতি বছর ২২ অক্টোবরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক সম্পর্কে ব্রিফ করেন।

তিনি বলেন, আজ মোট ১০টি বিষয় আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন- ২০১৭-এর খসড়ায় অনুমোদন।

সংশোধিত আইনের খসড়ায় সাজার মেয়াদ বাড়িয়ে সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।