মুক্তামনির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার

মুক্তামনির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১২ বছরের মুক্তামনির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার।

সোমবার রাত ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে, তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের ইব্রাহীম হোসেনের যমজ মেয়ে হীরামনি ও মুক্তামনি।

জন্মের দেড় বছর পর মুক্তার ডান হাতে মার্বেলের মতো একটি গোটা দেখা দেয়। চিকিৎসা করলেও, বাড়তে থাকে এটি। এক সময় পুরো হাত আক্রান্ত হয়। ১০ বছরেও মুক্তার রোগ ধরতে পারেনি চিকিৎসকরা। সম্প্রতি এটিএন নিউজসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে মুক্তমনিকে নিয়ে সংবাদ প্রচার হয়। এরপরই মুক্তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন সরকার।