ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের উদ্যোগ রিপাবলিকান কংগ্রেসের

ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের উদ্যোগ রিপাবলিকান কংগ্রেসের

শেয়ার করুন

_93212902_mediaitem93212898বিশ্বসংবাদ ডেস্ক :

বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্যনীতি বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেস। সিনিয়র রিপাবলিকান নেতাদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রিপাবলিকান নেতারা জানান, ওবামাকেয়ার বাতিল, জলবায়ু ইস্যু এবং শিল্পখাত আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প সরকার। তবে ডেমোক্রেট নেতারা জানিয়েছেন, ওবামা স্বাস্থ্যনীতি বহাল রাখার জন্য তারা লড়াই করবেন। শিগগিরই ডেমোক্রেট কংগ্রেসম্যানদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আগামী ১০ জানুয়ারি তিনি বিদায়ী ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, এর আগেই ওবামাকেয়ার নিয়ে পদক্ষেপ নেবেন তিনি। এদিকে, সরকারের প্রথম দিনেই ওবামার স্বাস্থ্যনীতি বাতিল করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের সদস্যরা যেনো তদবিরকারী হতে না পারেন, সে জন্যও বিধিনিষেধ আরোপ করা হবে।