সিরিয়া শান্তি আলোচনায় না থাকার হুমকি বিদ্রোহীদের

সিরিয়া শান্তি আলোচনায় না থাকার হুমকি বিদ্রোহীদের

শেয়ার করুন

_93153745_mediaitem93153744
বিশ্বসংবাদ ডেস্ক :

যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনায় অংশ না নেয়ার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। এতে পুরো প্রক্রিয়া ভেস্তে যেতে পারে।

রাশিয়া ও তুরস্কের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে সিরিয়া জুড়ে যুদ্ধরিবতি কার্যকর হয়। কিন্তু এর মধ্যেও বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে কয়েকজন মারাও গেছেন বলে জানায় সিরিয়ার বিদ্রোহীরা। আর এই অভিযোগেই তারা শান্তি আলোচনায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।_93211633_cd65b13c-685d-4add-a666-4d082e94049fসোমবার এক বিবৃতিতে বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, আসাদ সরকারের বিশ্বাসহীনতার কারণে সিরিয়া শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে। শান্তি আলোচনার নামে কৌশলে তাদের দমন ও নির্মূল করার চক্রান্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে জানায় বিদ্রোহীরা।

আাগামী মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। যেখানে জঙ্গি সংগঠন আইএস, জাবহাত ফাতাহ আল শাম এবং কুর্দিস ওয়াইপিজি বিদ্রোহীরা অংশ নিতে পারবে না।