এবার পারমানবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

এবার পারমানবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

শেয়ার করুন

kashmir-issue-blog-tvonএটিএন টাইমস ডেস্ক:

ভারতের বিরুদ্ধে পারমানবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি উচ্চারন করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার ভাষ্যমতে, পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভারতকে ওই হুমকি দেন। ২৬ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

পারমাণবিক অস্ত্রের প্রতি ইঙ্গিত করে খাজা আসিফ বলেন, দেশ রক্ষার জন্য কৌশলগত অস্ত্র তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো ‘শোপিস’ হিসেবে রেখে দেওয়ার জন্য নয়।

গত মাসে কাশ্মীর সীমান্তের উরিতে জঙ্গি হামলায় ভারতের ১৮ জন সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলেছে ভারত।

এরইমধ্যে পাকিস্তানে সার্ক সম্মেলন স্থগিত হয়েছে।