রাশিয়ান ক্ষেপনাস্ত্রের আঘাতেই ‘এমএইচ-১৭’ ভূপাতিত

রাশিয়ান ক্ষেপনাস্ত্রের আঘাতেই ‘এমএইচ-১৭’ ভূপাতিত

শেয়ার করুন

russiaএটিএন টাইমস ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্ত হয়েছিল রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্রের আঘাতেই। নেদারল্যান্ডসের তদন্তকারীরা এ দাবি করেছেন।

বুধবার ডাচ তদন্তকারীরা বলেন, রাশিয়ায় তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই যে বিমানটি ভূপাতিত হয়েছিল, এ ব্যাপারে তাঁদের কাছে শক্ত প্রমাণ আছে।

ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া থেকে পূর্ব ইউক্রেনে আনা হয়েছিল। তদন্তকারী দলের প্রধান উইলবার্ট পলিসেন বলেন, দুই বছর ধরে তাঁরা বিভিন্ন বার্তা, ছবি, বিভিন্নজনের বক্তব্য, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

তিনি বলেন, সবচেয়ে বড় প্রমাণ হলো, রুশ ক্ষেপণাস্ত্র বাক-৯এম৩৮-এর আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়। ২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাচ্ছিল বিমানটি। ইউক্রেনের ওপর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২৯৮ জনের সবাই নিহত হয়।