উত্তর কোরিয়াকে হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

উত্তর কোরিয়াকে হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পরমাণু অস্ত্র ব্যবহার করলে, উত্তর কোরিয়াকে কার্যকর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ওই হুঁশিয়ারি দেন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশ সফরে গিয়ে, দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করে ম্যাটিস বলেন, হুমকি মোকাবিলায় সিউলের পাশে থাকবে ওয়াশিংটন।

এসময় পিয়ংইয়ংয়ের উদ্দেশে ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র দেশের ওপর যেকোনো ধরনের হামলা ব্যর্থ করে দেওয়া হবে। উত্তর কোরিয়া নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের প্রেক্ষিত দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমসন ম্যাটিস।

দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে, তা ট্রাম্প প্রশাসনের প্রতি একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে।