প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হামলাকারী শনাক্ত

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হামলাকারী শনাক্ত

শেয়ার করুন

_93945452_d19876e4-a49c-42da-a14b-6a586070737eবিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হামলকারীকে শনাক্ত করেছে ফরাসি পুলিশ। বিবিসি জানায়, ২৯ বছর বয়েসী ঐ সন্দেহাভাজন হামলাকারী মিসরীয় নাগরিক।

গত মাসে পর্যটক ভিসায় ঐ মিসরীয় নাগরিক দুবাই থেকে প্যারিস এসেছিলো বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ল্যুভর মিউজিয়ামে চাপাতি হাতে হামলাকারী টহলরত সেনাদের উপর হামলার চেষ্টা করে। এসময় সে ল্যুভর মিউজিয়ামের শপিং সেন্টারে ঢোকার চেষ্টা করলে তাকে গুলি চালায় পুলিশ।

এসময় তার তলপেটে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে সে। এর আগে তার চাপাতির আঘাতে একজন সেনা সদস্যও আহত হন। এদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে গুরুতর বলে বর্ণনা করছে। হামলার সময় ল্যুভর মিউজিয়ামের ভেতর প্রায় আড়াইশো দর্শনার্থী ছিল। ২০১৫ সালে প্যারিসে শার্লি এবদো পত্রিকা অফিস ও পরে প্যারিস কয়েক দফা সন্ত্রাসী হামলার পর থেকেই, শহরের নিরাপত্তা জোরদার করা হয়।