উত্তর কোরিয়াকে মোকাবেলায় ড্রোন বাহিনী বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়াকে মোকাবেলায় ড্রোন বাহিনী বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন

methode_times_prod_web_bin_696b327a-dc09-11e7-9b16-edd3826708d6বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার ধারাবাহিক হুমকি মোকাবেলায় এবার শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলছে দক্ষিণ কোরিয়া।

আগামী বছর থেকে এই ড্রোন কমব্যাট ইউনিট চালু হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু বোমা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে এই প্রযুক্তি ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার ড্রোন বাহিনীর মূল কাজ হবে দুটি। প্রথমত, ড্রোনগুলো দিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি চালানো। বিশেষভাবে উত্তরে কোরিয়া যেসব জায়গায় অস্ত্র এবং বোমার পরীক্ষা চালায় সেগুলোর দিকে নজর রাখা। দ্বিতীয়ত, এই ড্রোন ঝাঁক বেধে শক্রর ওপর হামলা চালাতে পারবে।