কতটা বেড়েছে রংপুর সিটির নাগরিক সুবিধা?

কতটা বেড়েছে রংপুর সিটির নাগরিক সুবিধা?

শেয়ার করুন

Rangpur_City_Corporationনিজস্ব প্রতিবেদক :

প্রায় দেড়শ বছরের পৌরসভাকে বিলুপ্ত করে ২০১২ সালে রংপুর সিটি কর্পোরেশন। পাঁচ বছর ঘুরে আবারো সিটি নির্বাচন। তবে কতোটা বেড়েছে শহরের নাগরিক সুযোগ সুবিধা?

রংপুর শহর কার্যত অচল অটো রিকশার দখলে। অনেকেই তাই রসিকতা করে বলেন, রংপুর শহরের এখন মানুষের চাইতে অটো রিক্সা বেশী।

মুল শহরের বেশির ভাগ রাস্তায় অপ্রসস্থ। প্রায় ৫ হাজার অটোর লাইসেন্স থাকলেও শহরে চলাচল করে ৩০ হাজারেরও বেশি। অটো রিকশার সংখ্যা কমিয়ে টাউন সার্ভিসের পরিকল্পনা থাকলেও এখনো তা কাগজে কলমে।

৩৩টি ওয়ার্ডের মধ্যে পুরনো ১৫টি। শহরের প্রধান প্রধান সড়কের বেশির ভাগ ভাল থাকলেও কোথাও কোথাও খানাখন্দ, অনেক জায়গা হকারদের দখলে।

অবশ্য উল্লেখযোগ্য উন্নয়ন বলতে, জাইকার অর্থায়নে শহরের ড্রেনেজ ব্যবস্থা। তবে, শ্যামাসুন্দরী খানটি সংষ্কারের অভাবে ধুকে ধুকে মরতে থাকায় এই ড্রেনেজ ব্যবস্থার সুফল পাওয়া নিয়ে সন্দেহ আছে।শহরের অবৈধ বিলবোর্ড অপরারণ করা হলেও সিটি কর্পোরেশন অনুমোদিত বিলবোর্ডই  কোথাও কোথাও শহরকে ঢেকে ফেলেছে।

রংপুরকে উত্তরাঞ্চলের রাজধানী বলা হলেও হয়নি শিল্পায়ণ। এখনো কৃষিকাজই প্রধান। আছে বেকারত্ব, মাদকের ভয়াবহতা। নির্বাচনী প্রচার-প্রচারনায় প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন সিটির বাসিন্দারা।