উগান্ডায় ট্রলার ডুবিতে নিখোঁজ ২১

উগান্ডায় ট্রলার ডুবিতে নিখোঁজ ২১

শেয়ার করুন

a8d86011-d152-4e84-8cb6-2ed0ceb3ac2a_cx0_cy3_cw0_w987_r1_s_r1এটিএন টাইমস ডেস্ক:

উগান্ডার লেক অ্যালবার্টে দেশটির স্থানীয় ফুটবল টিমের সদস্যসহ ৪৫ জন আরোহী নিয়ে ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২১ জন।

আফ্রিকার সপ্তম বৃহৎ হ্রদ হচ্ছে লেক অ্যালবার্ট। উগান্ডার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ক্রিসমাস ডে উপলক্ষে সোমবার বুলিস অঞ্চলের কায়েবান্দি শহর থেকে হোইমা প্রশাসনিক অঞ্চলে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সৌভাগ্যক্রমে ১৫ জনকে জীবিত উদ্ধার কয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, নৌকাটি ছিল অতিরিক্ত যাত্রী বোঝাই। বেশিরভাগ যাত্রী ট্রলারটির কিনারার দিকে বসে নাচানাচি করছিলেন।

দুর্ঘটনার সময় প্রতিকূল আবহওয়া ছিল না। আরোহীদের অনেকেই জলের টানে ভেসে গেছেন বলে জানায় ওই প্রত্যক্ষদর্শীরা।